সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বিশ্বজুড়ে মহামারি: করোনায় ইতালিতে একদিনেই ৭৯৩ জনের প্রাণহানি


প্রকাশিত:
২২ মার্চ ২০২০ ০৫:৫৯

আপডেট:
২২ মার্চ ২০২০ ০৬:০২

ফাইল ছবি

বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৬৩৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১২ হাজার ৮৩১ জন। তবে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৬২৫ জন।

৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই চীনের বিভিন্ন প্রান্তে ও বিশ্বে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে গত কয়েকদিনে এ চিত্র বদলে দিয়েছে ইতালি। গত কয়েক মাসে চীন যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে ঠিক একই রকম পরিস্থিতি এখন ইতালিতে। বরং চীনে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এখন পর্যন্ত মৃতের সংখ্যায় চীনসহ অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে ইতালি।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮। সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৫৭। দেশটিতে শনিবারেই মারা গেছে আরও ৭৯৩ জন। এ পর্যন্ত একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২৫ জনের। এখন পর্যন্ত সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬ হাজার ৭২ জন। ইউরোপের দেশটিতে ৪২ হাজার ৬৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৫৫ জনের অবস্থা গুরুতর। ইরানের অবস্থাও শোচনীয়। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অপরদিকে চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮ এবং মারা গেছে ৩ হাজার ২৫৫ জন। এরপরই রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৭১ এবং মারা গেছে ১ হাজার ৯৩ জন। অপরদিকে জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮৪৮ এবং মারা গেছে ৬৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৭৫ এবং মৃত্যু ২৭৬। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪ জন এবং মারা গেছে দুজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনজন। এদিকে প্রথমবারের মতো সিঙ্গাপুরে মারা গেছে দুজন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটারসডটইনফো, সিএনএন, বিবিসি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top