সিডনী বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


জার্মান চ্যান্সেলর ম্যার্কেল হোম কোয়ারেন্টাইনে


প্রকাশিত:
২৩ মার্চ ২০২০ ১৯:৪১

আপডেট:
১ মে ২০২৪ ২০:০৪

ফাইল ছবি

প্রভাত ফেরী: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ব্যক্তিগত ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকতে হবে ম্যার্কেলকে। রোববার জার্মান সময় বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে ফিরে এই সংবাদ শুনার পর কোয়ারেন্টাইনে থাকার সিধান্ত নেন ম্যার্কেল।

শুক্রবার নিজের চিকিৎসকের কাছে গিয়েছিলেন ম্যার্কেল। তিনি সেখানে যান মূলত তার স্বাস্থ্যপরীক্ষা ও একটি প্রতিষেধক টিকা নিতে। এখন সেই চিকিৎসকই করোনাভাইরাসে আক্রান্ত।

রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে জার্মানির সরকারি মুখপাত্র স্টিফেন সিবার্ট জানান, ওই চিকিৎসকের কাছে ম্যার্কেল নিউমোকোকাল টিকা নেন। পরে ওই চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এতে ম্যার্কেলও পড়ে গেছেন শঙ্কায়।

এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ করা হয় দেশটির সীমান্ত এবং সবশিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক দেশটির সব মসজিদ, গির্জা, মন্দিরসহ সব উপাসনালয় বন্ধ রাখা হয়েছে।

গত সপ্তাহে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারের নির্দেশ মেনে চলার আবেদন জানান তিনি।


বিষয়: জার্মানি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top