সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


করোনায় বিশ্বের ভয়াবহ পরিস্থিতি, মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল


প্রকাশিত:
১ এপ্রিল ২০২০ ১৭:৪৩

আপডেট:
২ এপ্রিল ২০২০ ০৩:২৬

ফাইল ছবি

প্রভাত ফেরী: দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ১ এপ্রিল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। এছাড়া করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে, বিশ্বজুড়ে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৫২৯ জন। মারা গেছেন ৪০ হাজার ৬৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।

প্রায় দুই মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার ওপর ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৪২৪ জন। সেখানে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২৮৩ জন।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।

আমেরিকায় প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৮৬৭। স্পেনে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন। যে চীন থেকে গত ডিসেম্বরে ভাইরাসটির উৎপত্তি সেখানে মার গেছেন ৩ হাজার ৩১০ জন।

ফ্রান্সে ৯ হাজার ৫২২ জন ভালো হলেও ৩ হাজার ৫৩২ জনকে বাঁচানো যায়নি। ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার, ২৮৯৮। বাংলাদেশে ৫১ জন আক্রান্ত হলেও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top