সিডনী বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ১৭:৫৫

আপডেট:
৭ এপ্রিল ২০২০ ০২:৪৫

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়। এসময় তার শরীরে জ্বরসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ ছিল। চিকিৎসকের পরামর্শেই জনসনকে হাসপাতালে নেয়া হয়েছে।

গত ২৭ মার্চ এক ভিডিও বার্তায় বরিস জনসন জানান, তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছ। এরপর স্বেচ্ছা-আইসোলেশনে যান তিনি।

এ সময় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর মধ্যে সামান্য উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল। পরে চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শে পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের একটি কক্ষে স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, বরিস জনসন আইসোলেশন থেকেই করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে অবশ্য ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, প্রধানমন্ত্রী বরিস কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তার কাজ চালিয়ে যাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top