সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


ধ্বংসস্তূপে নিথর মায়ের বুকে জীবিত সন্তান


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:৩১

আপডেট:
১৬ মে ২০২৪ ২১:৪৩

ধ্বংসস্তূপে নিথর মায়ের বুকে জীবিত সন্তান

ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে মায়ের নিথর দেহ। তবুও দুই হাত তার আঁকড়ে ধরে আছে সন্তানকে। নিজে প্রাণ দিয়ে বুকের নিধিকে রক্ষা করেছেন তিনি। ইরানে ভয়াবহ ভূমিকম্পের তিন দিন পর বুধবার ধ্বংসস্তূপের নিচ থেকে এভাবে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছরের এক শিশুকে। দৃশ্যটি দেখে উদ্ধারকারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।



রোববার রাতে ইরান ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচশ’ মানুষ। আহত হয়েছেন আরও প্রায় ৯ হাজার। এর মধ্যে ইরানের কেরমানশাহ প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ভূমিকম্পের পর থেকেই ইরানের সব বাহিনী ও সংগঠন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় তিন দিন পর বুধবার সকালে ওই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। ভয়াবহ এ ভূমিকম্পে দেশটির প্রায় ১২ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। খবর ডেইলি মেইলের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top