সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ভাতের মাড়েই রয়েছে জাদু!


প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৮ ১২:১২

আপডেট:
৩ মে ২০২৪ ১২:২৪

ভাতের মাড়েই রয়েছে জাদু!

যতই ফাস্ট ফুডের রমরমা থাকুক, বাঙালির এক বেলা ভাত না হলে চলে না। আর ভাত রান্না করলে মাড় তো পাওয়া যাবেই। ভাতের মাড় অনেকে খেয়ে থাকেন। সাধারণত মাড় কাপড়ে ব্যবহার করা হয়। কিন্তু ভাতের মাড়ের রয়েছে আরও অনেক গুণ।



স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, রূপচর্চার ক্ষেত্রেও ভাতের মাড়ের জুড়ি মেলা ভার। চলুন তাহলে জেনে নিই ভাতের মাড় ব্যবহার করলে রূপচর্চায় কী কী উপকার পাবেন—ময়েশ্চেরাইজার হিসেবে ভাল কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে।



• ভাতের মাড় দিয়ে ধুলে ত্বক পরিষ্কার হয়।



• ত্বকের কালচে ভাব দূর হয়।



• ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে এবং ত্বক নরম হয়।



• বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়।



• ব্রণ এড়ানো যায়।



• চুলের কন্ডিশনার হিসেবেও ভাল কাজ করে ভাতের মাড়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top