সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ধূমপানের কারনে যেসব রোগের ঝুঁকি বাড়ে


প্রকাশিত:
১৫ মার্চ ২০২০ ০৫:৫৮

আপডেট:
১৬ মার্চ ২০২০ ১৯:৪৫

ফাইল ছবি

প্রভাত ফেরী: ধূমপান এবং তামাকজাত দ্রব্যের সেবন শরীরের নানা ক্ষতি করে- এটা জেনেও বিশ্বব্যপী কমছে না এর ব্যবহার। কিন্তু যারা নিয়মিত ধূমপান করেন, নিজের অজান্তেই যে শরীরের মারাত্মক কিছু ঝুঁকি বাড়াচ্ছেন। পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডমিটার’ একটি সীমিক্ষা থেকে জানা যায়, অনেকের ১২-১৭ বছর বয়স থেকেই শুরু হয়ে ধূমপান করা। ধূমপানের ফলে শরীরের বিভিন্ন রকম ক্ষতির কথা আমরা অনেকেই জানি। প্রতিনিয়ত ধূমপানের ফলে শ্বাস-প্রশ্বাসের কষ্ট থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হচ্ছে।

সারাবিশ্বে কয়েকটি দেশ আছে যারা সিগারেটের পেছনে কয়েক বিলিয়ন খরচ করে ফেলেছে। তার মধ্যে চীন সবার প্রথমে। এর পরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও ইন্দোনেশিয়া।

ধূমপানের ফলে যেসব রোগের ঝুঁকি বাড়ে-

১. ধূমপনের কারণে ক্ষতিগ্রস্ত হয় পুরো শ্বাসতন্ত্রই। এতেই দেয়া দেয় শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, সর্দি-কাশির মতো দৈনন্দিন রোগ।

২. মাত্রাতিরিক্ত ধূমপানের ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসারের সমস্যা বাড়িয়ে তোলে। এছাড়াও আরও অনেক শারিরীক সমস্যার ঝুঁকি বাড়ে।

৩. দিনে ৫টি করে সিগারেট খেলে খুব তাড়াতাড়ি আপনি কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হবেন। এর ফলে হার্টের রক্তনালীগুলো সংকীর্ণ হয়ে যায়। যার জন্য হার্টবিট বেড়ে যায় ও ব্লাড প্রেসারও বেড়ে যায়।

৪. ধূমপানের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয়ও বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বাতের ব্যাথায় ভোগার প্রবণতাও দেখা দেয়।

৫. ধূমপানের ফলে শুধু যে ফুসফুসের ক্যানসার হয় এমন নয়। শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে ক্যানসার। নিয়মিত ধূমপান করলে লিভার, রক্ত, গলদেশ, খাদ্যনালী, কিডনি, স্বরনালী, পেট, ফুসফুস, ব্রঙ্কাসে ক্যানসার হতে পারে।

৬. গর্ভবতী নারীদের কখনোই ধূমপান করা উচিত না। কারণ এর ফলে সন্তান প্রসবের সময় নানান সমস্যা দেখা দেয়। এছাড়াও সন্তান মৃত অবস্থায় জন্ম নিতে পারে।

৭. অতিরিক্ত ধূমপানের ফলে পুরুষের শুক্রানুতে দেখা যায় নানান সমস্যা। যার ফলে গর্ভধারণের সমস্যা বেড়ে যায়।

৮. ধূমপানের কারণে রক্তের ধমনীতে প্লেক নামক একধরণের চর্বি জাতীয় পর্দা জমার প্রবণতা দেখা যায়। এই রোগের নাম অ্যাথেরোসক্লেরোসিস। এছাড়াও ধূমপানের কারণেই বেড়ে যায় করোনারি হার্ট ডিজিজের আশঙ্কা।

৯. দাঁত পরিষ্কার রাখা খুবই জরুরি। ধূমপান করলে মুখের ব্যাকটেরিয়া সারা শরীরে প্রবাহিত হয়। যা পুরুষাঙ্গের ধমনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়া ধূমপানের ফলে দাঁতে দেখা যায় বিভিন্ন সমস্যা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top