সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


টিভির দেখার নেশা হতে পারে মৃত্যুর কারণ!


প্রকাশিত:
১৮ জুন ২০১৮ ১৩:০৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৯:০৫

টিভির দেখার নেশা হতে পারে মৃত্যুর কারণ!

র্তমান তথ্য প্রযুক্তির যুগে টিভি (টেলিভিশন) দেখে না এরকম মানুষ খুব কমই আছে। বাসা-বাড়ি, অফিস-আদালত, দোকান থেকে শুরু করে প্রায় সকল স্থানের বিনোদনের বড় একটি মাধ্যম হচ্ছে টেলিভিশন।



 



ক্লান্তি কাটাতে বা একটু অবসর সময় পেলেই আমরা টিভির পর্দায় চোখ মেলি। অনেকের আবার টিভি দেখা এক রকম নেশা। তবে এই নেশাটা হতে পারে মারাত্নক।



অতিরিক্ত তিভি দেখা ক্ষতিকর। ডেকে আনতে পারে মৃত্যুও! এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে এখন মৃত্যুর বড় বড় প্রধান কারণের মধ্যে একটা হল দীর্ঘক্ষণ টিভি দেখা। টানা বসে টিভি দেখার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক।



গবেষকরা বলছেন, টানা বেশি সময় ধরে টিভি দেখলে ক্যানসার বা কার্ডিওভ্যাসকুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। টিভি দেখার নেশা ডেকে আনতে পারে ডায়বেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পারকিনসন্স এবং লিভারের একাধিক সমস্যা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top