সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

টুটুম জানতে চায় মেঘের কথা (বুক রিভিও) : মোঃ ইয়াকুব আলী


প্রকাশিত:
২৫ মে ২০২২ ২০:১২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২০:৩৪

ছবিঃ চমক হাসান এবং তাঁর পরিবার

 

চমক হাসান এবং ফিরোজা বহ্নির শিশুতোষ বিজ্ঞান পাঠ - টুটুম জানতে চায় মেঘের কথা
চমক হাসান এবং ফিরোজা বহ্নির ২০২২ সালের বইমেলার বই 'টুটুম জানতে চায় মেঘের কথা'। হাতে পেয়েই এক বসায় পড়ে শেষ করে ফেললাম। ভেতরে ছবি আছে এমন বই বাচ্চাদের সবসময়ই প্রিয়। বাচ্চারা সবকিছুর আগে ছবিগুলো দেখি আর ছবির শিরোনামগুলো পড়ে। তারপর পুরো বইটা পড়ে। অবশ্য এই বইয়ের প্রত্যেকটা পাতাতেই চমৎকার সব ছবি আছে।
সহজ কথায় 'পানি চক্র'টা বুঝানো হয়েছে। যেটাকে বলে জলবৎ তরলং। এতো মধুর ভাষায় বর্ণনা করা হয়েছে যে বাচ্চারা অনেক আনন্দ নিয়ে পড়বে বলেই আমার বিশ্বাস। লেখার ফন্টটাও দুর্দান্ত। দেখলে মনেহয় পুরো বইটা হাতে লেখা। আর ছবিগুলো খুবই মায়াবী। পানির কণাগুলোকে দেখে কেনজানি ভালোবেসে ফেলতে হয়। আর টুটুম নামটাও খুবই সুন্দর।

একেবারে শেষে বাবা-মায়েদের জন্য একটা নোট আছে। সেখানে বলা আছে কিভাবে বাচ্চাদের আরো জানতে ইচ্ছে করলে সেটাকে নিবৃত করতে হবে। আনন্দ নিয়ে কোন কিছু পড়লে বা শুনলে সেটা আমরা কখনওই ভুলি না। তাই আমরা একেবারে ছোটবেলায় দাদা-দাদী, নানা-নানীর কাছে শোনা রূপকথা কখনওই ভুলি না। তেমনি ভুলি না গল্পের বইয়ের চরিত্রগুলো।
আমি নিশ্চিত ফিরোজা বহ্নি এবং চমক হাসানের এই সিরিজ বিজ্ঞানের বিষয়গুলোকে বাচ্চাদের উপযোগী করে তুলবে। বাচ্চারা অনেক আনন্দ নিয়ে বিজ্ঞানের খটমট বিষয়গুলোকে পানি খাওয়ার মতো করে সহজেই পড়ে ফেলবে।

 

মোঃ ইয়াকুব আলী
মিন্টো, সিডনী, অস্ট্রেলিয়া

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top