সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


মালয়েশিয়ার অবৈধ অভিবাসীরা যেভাবে দেশে ফিরবেন


প্রকাশিত:
১৫ জুলাই ২০২১ ২১:২০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০০:৪৩

 

প্রভাত ফেরী: গত ৫ জুলাই থেকে অনিয়মিত প্রবাসীরাদের জন্য একটি বিশেষ সুবিধা চালু হয়েছে। মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত প্রবাসীরা দেশটির ইমিগ্রেশনের পূর্ব অনুমতি ছাড়াই দেশে ফিরতে পারবেন। এ জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে।

দেশটিতে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এসব প্রবাসীরা ইমিগ্রেশনের পূর্ব অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। অর্থাৎ অনিয়মিত বা অবৈধ অভিবাসীরা সরাসরি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে স্পেশাল পাস নিয়ে দেশে ফিরতে পারবেন। এই সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানা গেছে। এক্ষেত্রে দেশে ফিরিতে ইচ্ছুক প্রবাসীদের বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

 

দেশে ফিরতে যেসব পদ্ধতি ও নিয়ম অনুসরণ করতে হবে-

এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাস লাগবে।

ফ্লাইটের টিকিট সাথে নিয়ে যেতে হবে।

ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

ফ্লাইটের ৬ থেকে ৮ ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে।

বিমানবন্দরের কেবলমাত্র ৪, ৫ ও ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা শেষে ডমেস্টিক বা অভ্যন্তরীণ ডিস্পাস বা নির্গমন হলে ইমিগ্রেশন রিক্যালিব্রেশন কাউন্টার থেকে স্পেশাল পাস নিতে হবে।

ফি হিসেবে ৫০০ রিঙ্গিত দিতে হবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top