কনস্যুলেট টিম সৌদি প্রবাসীদের সেবা দিচ্ছে
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ২৩:৩০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৩:২০

প্রভাত ফেরী: ১২ ও ১৩ নভেম্বর প্রবাসীদের কনস্যুলার সংক্রান্ত সেবা দিতে কনস্যুলেটের একটি প্রতিনিধি দল অবস্থান করছে সৌদি আরবের খামিশ মুশাইতে। সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিচ্ছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এর কাউন্সেলর (শ্রম) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকারসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন শ্রম ক্যাম্প পরিদর্শন করে সেখানে বসবাসরত প্রবাসীদেরকে সৌদি আরবের আইন শৃংখলা মেনে চলাসহ বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে তাদের কস্টার্জিত অর্থ দেশে প্রেরণের জন্য উৎসাহ প্রদান করেন।
প্রবাসীরা যেসব সেবা পাচ্ছেন তার মধ্যে আছে, পাসপোর্ট রি ইস্যু, প্রবাসী মেম্বারশীপ কার্ড ইস্যু/ডেলিভারী, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যারা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক, তাদের বিষয় প্রক্রিয়া করা, আউটপাস ইস্যুসহ প্রবাসী বাংলাদেশীদের নানামুখী আইনী সহায়তা প্রদান।
এছাড়া খামিস জেনারেল হাসপাতালের মর্গে থাকা মৃত বাংলাদেশির লাশ দ্রুত দেশে প্রেরণের জন্য এবং সেখানকার চিকিৎসাধীন প্রবাসীদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করে তাদেরকে ধন্যবাদ দেন কনস্যুলেটের প্রতিনিধি দল।
এদিকে দূতাবাসের কর্মকর্তাদের এমন উদ্যোগের জন্য প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। খামিশ মুশাইতে প্রায় ২ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন। বেশিরভাগ বাংলাদেশি বিভিন্ন ফলের চাষাবাদ (মাজরা ওয়ার্কার), কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরী ওয়ার্কার, ড্রাইভার, টেকনিশিয়ান, ক্যাটারিং সার্ভিসসহ নানা পেশায় নিয়োজিত বাংলাদেশিরা।
বিষয়: প্রবাস খবর
আপনার মূল্যবান মতামত দিন: