থাইল্যান্ডে আমির হুমায়ুন মাহমুদ পেলেন সর্বোচ্চ সম্মাননা
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪
আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১৭
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু মজবুত করার জন্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওযুহুয়া। তিনি থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডারের সহযোগী পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দীর্ঘ ১৮ বছর ধরে থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর থাই দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে তার পরিবারের সদস্য ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। ১৮৬৯ সালে এই সম্মাননা চালু করা হয়। সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: