খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কাল সারাদেশে গণঅনশন
 প্রকাশিত: 
 ২০ নভেম্বর ২০২১ ০১:৪১
 আপডেট:
 ২০ নভেম্বর ২০২১ ০১:৪৫
 
                                
প্রভাত ফেরী: শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সারাদেশে গণঅনশন কর্মসূচি দিয়েছে দলটি।
শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার হলরুমে।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে গণ-অনশন কর্মসূচি সফল করার জন্য আহবান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 
                                                     
                                                     
                                                     
                                                    -2020-01-01-23-27-22.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: