সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
 প্রকাশিত: 
 ৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:২১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:৫৮
                                
প্রভাত ফেরী: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই। শনিবার বিকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পীর হাবিবের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
পীর হাবিব নানা শারীরিক জটিলতা নিয়ে ল্যাব এইডে ভর্তি হয়েছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।
তিনি বলেন, “বিকাল ৪টার কিছুক্ষণ পর তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তিনি দুই বছর ধরেই ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।”
গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের একটি হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন পীর হাবিব।
গত ২২ জানুয়ারি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
কোভিডমুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সুনামগঞ্জে জন্ম নেওয়া পীর হাবিবের ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের ভাই। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, নাজিউর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতাদের সঙ্গে পীর হাবিবের ঘনিষ্ঠতা এক সময় আলোচিত বিষয় ছিল।
বাংলাদেশ প্রতিদিনে যোগ দেওয়ার আগে পীর হাবিব যুগান্তর, বাংলাবাজারে কাজ করেছেন।
বিভিন্ন সময়ে ফেইসবুকে বিতর্কিত বক্তব্য দিয়ে নানাভাবে সমালোচিত হন পীর হাবিব। এরমধ্যে ২০১৮ সালে বাংলাদেশ প্রতিদিন থেকে অব্যাহতিও দেওয়া হয়েছিল তাকে। পরে আবার ফেরেন বসুন্ধরা গ্রুপের দৈনিকটিতে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, “পীর হাবিবুর রহমানের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তিনি যে ভূমিকা রেখেছেন সংবাদকর্মীরা তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
রাষ্ট্রপতি প্রয়াত পীর হাবিবের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শোক বার্তায় পীর হাবিবের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: