মৃত্যুশূন্য দিনে ২৯ জনের করোনা শনাক্ত
প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২২ ০২:০১
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৫:২৮

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮২ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের ও ৫ জন রাজশাহী বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৬ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: