আমরা দেশের মানুষকে উন্নত জীবন দিতে চাই: প্রধানমন্ত্রী
 প্রকাশিত: 
 ২২ নভেম্বর ২০২৩ ১৩:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:০৫
                                
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেশের মানুষকে উন্নত জীবন দিতে চাই। বিশেষ করে আমাদের নারীদের। আমাদের সশস্ত্র বাহিনীতে আগে মেয়েদের নেওয়া হতো না। আমি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম সিদ্ধান্ত নিই। মেয়েরা শুধু দেশে না শান্তিরক্ষা মিশনেও নাম করছে। আমার সঙ্গে সেক্রেটারি জেনারেলের কথা হয়েছে, তিনি আমাদের নারী অফিসার বেশি চান।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হরতাল-অবোরধকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের প্রতি ইঙ্গিত করে এসময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া, রাষ্ট্র সম্পদ নষ্ট করা—সেটা কী কারণে করে তা বোধগম্য নয়।
অনুষ্ঠানে শিক্ষায় অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী, শিক্ষায় ব্যাপক সুযোগ সৃষ্টি করেছি। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এতে তাদের বাবা-মায়ের ওপর চাপ কমছে। তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: