পাচারকৃত সম্পদ উদ্ধারে এবার জাতিসংঘের সাথে দুদকের বৈঠক
 প্রকাশিত: 
 ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৭
 আপডেট:
 ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৭
 
                                জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) এর একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) এর একটি প্রতিনিধি দল। ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো তাইক্সিরা পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভা সূত্রে জানা যায়, এতে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে অর্থ পাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসি'র সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইউএনওডিসি'র প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধিদল।
দুদকের একটি সূত্র জানায়, এফবিআইয়ের দুই সদস্যের প্রতিনিধি দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় অংশ নেন।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, 'মানি লন্ডারিংয়ের বিষয়ে প্রয়োজনে এফবিআইয়ের সহযোগিতা দুদক নেবে। দুদকে মানি লন্ডারিং উইং রয়েছে। টাকা ফেরত আনার বিষয়ে সব জায়গা থেকে সহযোগিতা নেবে দুদক। আমাদের কার্যক্রম চলমান।'
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                    -2020-01-01-23-27-22.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: