সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


বিশ্ব যেন বাংলাদেশে আসে সেভাবে দেশকে গড়তে হবে: প্রধান উপদেষ্টা


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৭

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব যেন বাংলাদেশে কাছে আসে সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে। ৭ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে রাষ্ট্র সংস্কারের কাজে সবার পরামর্শ চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে, সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে।

ছাত্র-জনতার অভ্যত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা।

সেমিনারে বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে ড. ইউনূস বলেন, বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধ পরিকর। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top