নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০১৯ ০২:০০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০২:৫৬

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লির বিএসএফ সদর দফতরে এ সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে বিজিবি মহাপরিচালক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে করণীয়, অস্ত্র মাদকের চোরাচালান রোধ ও চোরাকারবারিদের তথ্য বিনিময়, বিএসএফ এবং ভারতীয় নাগরিক (মিয়ানমার নাগরিকসহ) দ্বারা সীমানা লঙ্ঘন-অবৈধ পারাপার ও অনুপ্রবেশ রোধ।
সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত সম্পর্কিত সমস্যা দ্রুত সমাধানের জন্য ‘কার্যকর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি)’ কার্যকরভাবে বাস্তবায়ন, সীমান্ত সড়ক নির্মাণ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার চাওলা ক্যাম্প স্টেডিয়ামে বিজিবি ও বিএসএফ ভলিবল টিমের মধ্যে ‘মৈত্রী কাপ টুর্নামেন্ট (ভলিবল)’ অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর সীমান্ত সম্মেলনের ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সম্মেলন শেষে বাংলাদেশ প্রতিনিধি দল ৩০ ডিসেম্বর দেশে ফিরবেন।
আপনার মূল্যবান মতামত দিন: