নারী তুমি জলের মতন : সাজিব চৌধুরী
প্রকাশিত:
১৮ জুন ২০২০ ২৩:১১
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:২৩

নারী তুমি জলের মতন।
খানিকটা উষ্ণতা পেলেই হয়ে যাও বাষ্প,
তোমাকে যায় না ছোঁয়া।
তুমি ভাসতে পারো, তুমি উড়তে পারো,
যেতে পারো বায়ুর সঙ্গমে।
নারী তুমি জলের মতন।
শীতল হাওয়ায় ফিরে আসো ঘাসের ডগায়,
ধীরেধীরে হয়ে যাও ক্ষণিক শিশির।
তুমি ঝলমল করো, তুমি টলমল করো,
অবশেষে রোদে পুড়ে ঝরে যাও।
নারী তুমি জলের মতন।
হিম-জাগা তাপে ভাসতে পারো নিজের উপর।
তুমি হতে পারো বরফকঠিন,
জমেজমে হয়ে যাও হিমালয় এভারেস্ট।
একটু উষ্ণতা পেলে নিজেই আবার গলে যাও।
নারী তুমি জলের মতন।
প্রমিত উত্তাপ পেলে জমে থাকো খাদের মাঝেও।
তুমি নদীপটে প্রবাহ অধীর, সাগরের মাঝে সুগভীর,
পাহাড়ের কাছে হয়ে যাও ঝর্ণাধারা।
বৃষ্টি হয়ে সাফ করো ধরিত্রীর নষ্ট আবর্জনা।
নারী তুমি কেন জলের মতন?
কেন বয়ে যাও? কেন হয়ে যাও এতোটা কঠিন?
কেনইবা উড়ে যাও? জলচক্রে কেন খাও ঘুরপাক?
তাপের তারতম্যে কেন রাখো না সমতা?
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: