বদলে যাওয়া সময় : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ২১:১১
আপডেট:
২ নভেম্বর ২০২৫ ১৫:৪৫
ক্ষুধার জ্বালায় যে শিশু আত্মঘাতী
তারই মাংসের বারবিকিউ
পোড়া গন্ধ অভিজাতের ছাদ জুড়ে।
রাস্তায় মরে পড়েছিল যে যুবক
তারই বমি, মল-মূত্র
গ্লাসে -গ্লাসে সুরা হয়ে
ঝড় তোলে ককটেল পার্টিতে।
হৃষ্টপুষ্ট তাহাদের সন্তান
আমাদেরই সন্তানের পুঁজ আর রক্তে।
সুকান্ত--
বদলে গেছে সময়
ঝলসানো রুটি আর খুঁজি না পূর্ণিমায়।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া

আপনার মূল্যবান মতামত দিন: