সন্দর্শন : মোহাম্মদ ইলইয়াছ  


প্রকাশিত:
২১ জুলাই ২০২০ ২২:১৮

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:১৮

মোহাম্মদ ইলইয়াছ  

 

কতদিন পর দেখা হলো, ঠিক লেখা নেই পঞ্জিতে
তুমি ঠিক আগের মতোই আছো দেখছি পূর্বাদাম
আমাদের ঘর-বাড়ি এখন মরু উদ্যানে পরিণত
মায়াবতী অশ্বথ গাছটি উপড়ে গ্যাছে বৈশাখী ঝড়ে।

কতদিন পর দেখা হলো? মেলাতে পারিনা দিনক্ষণ
মনে পড়ে শেষ বিকেলে সর্ষে খেতের মধ্যে হাঁটছিলাম   
মউমাছির মধুগুঞ্জনে মাঠ-প্রান্তর সুবাসিত হয়েছিলো
আমার ছিলো না কোন বৈভব, কোন প্রীতি-উপহার। 

কতদিন পর এই সন্দর্শন, বদলে গ্যাছে নীল দিগন্ত
আমাদের প্রথম দেখার আকাশ এবং মেঘের ওড়া
ছবির রঙ, চৈতন্যের সুর, রচিত পদাবলির বিন্যাস
আমি কি এখন রিক্তের বেদনায় জর্জরিত পান্থপথিক।

তুমি কি আমার সরণিতে ছায়াসঙ্গী হবে এই যাত্রার। 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top