কুহক : রওনক খান
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২০ ২০:৫৬
আপডেট:
২৬ আগস্ট ২০২০ ২১:০৫

যেতে চাইলেই তো আর হয়না যাওয়া,
দূয়ারে যে কাঁটা দেয় গৃহস্থালি হাওয়া।
দেরাজ, তোরঙ্গ আর যত ঘটিবাটি
অহরাত্র অকারণ করে খুনসুটি,
কাকে ফেলে কাকেই বা সাথে নিয়ে যাই
দ্বন্দ্বেরা জোট বেঁধে চৌকাঠে দাঁড়ায়।
স্মৃতির পালকে ঠাসা,
বিবর্ণ রং চটা টিনের বাক্সটা,
যাব বলে পা বাড়ালেই
পিছু ডাকে বারংবার
তাকে ফেলে যাওয়া হয়ে উঠেনা আর।
আলুথালু ছোপ ধরা শাড়ির ভাঁজে
এখনও যেটুকু প্রেম লুকানো আছে
যদি তারে ডেকে বলি "বিদায়"
তির্যক চোখে চেয়ে, বাঁকা হেসে বলে,
আমায় ফেলে যাবে তুমি কোন চুলায়?
জেনে রেখ এ জনমে সে হবার নয়।
অনিকেত হব তাই, দুপা এগোই
অচিরাৎ চেনা পথে বেড়া দেয়,
আঙ্গিনার কোণে ঐ
আকুল গাঁদার ঝাড়, স্তবকিত জুঁই।
জানালার উর্ণাজাল, ছাদের ফাটল
দেওয়ালে গজিয়ে ওঠা লতা, গুল্ম দল,
উঠোনের বালুকণা, খড় কুটো ধুলো,
সেইসাথে সনাতন গৃহবাসী মন
এরা যে কেবলই আমায়
মায়ার আঁচল হয়ে রেখেছে জড়ায়।
যাব যাব করে তাই হয়না যাওয়া
পিছুডাকে এইসব গৃহস্থালি হাওয়া।
বিষয়: রওনক খান
আপনার মূল্যবান মতামত দিন: