শরতের স্বপ্নঘোর : আবু আফজাল সালেহ
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ২১:২৭
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:১৫
জোড়া শাদা-হাঁস নদীচরের কাছাকাছি;
উপরে গাঙচিলের ওড়াউড়ি
কাশবনের শাদা-পেলব ঢেউ
চকচকে নীল আকাশ, শুভ্র মেঘ
মিষ্টি বাতাসে তার দুধেল পিঠে
কালো মেঘ খেলা করে।
শরতের এই ভোরে
হারিয়ে যাচ্ছি আনমনে, স্বপ্নঘোরে।
খোলাজানালাগুলো মৃত্যুমুখ
অমানুষদের রুদ্রচোখগুলো
খোলাজানালায় যুদ্ধ করে
নিস্পাপ যুবতির সঙ্গে
খেলারত শিশুদের সঙ্গে
চোখ ঠিকরে যায়, জিভ লকলক করে
বেষ্টনী ভেঙে ঢুকবে বলে।
আশেপাশে সর্বত্রই; গ্রামগঞ্জে, শহরে
আকাশ দেখার জানালাগুলো
যেন মৃত্যুমুখ আজ।
আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট
বিষয়: আবু আফজাল সালেহ
আপনার মূল্যবান মতামত দিন: