সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ক্ষমতার উচাটন : লিপি নাসরিন 


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৬

আপডেট:
৬ মে ২০২৪ ০৯:৫১

 

বাতাসে ঘামের আর লাশের গন্ধ। 
বুনো শেয়ালের পিঠে বোঝা,
সব সুঘ্রাণ নিয়ে সে পালিয়ে যায় 
গহীন জঙ্গলের অন্তরালে।
নীতি বিবেক ছিঁড়ে খায় শকুনের দল
মানচিত্রের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে রয় ক্ষমতা;
সমন্বিত প্রতিবাদ চোরাবালিতে উল্টো পথে হাঁটে
ভাগ হয়ে যায় কণ্ঠ-
সত্য আর মিথ্যের জড়াজড়িতে
কৌশলে পালিয়ে যায় মহাত্মন বিচার!
ক্ষমতা জিতে যায়;
প্রতিবাদ তখন মানববন্ধন গুটিয়ে নেয়:
সবকিছু নিস্তব্ধ বিরান মাঠের মতো;
কার দোষ-কে নির্দোষ সে মতবাদ জটলা করে
চায়ের দোকান থেকে লাইব্রেরি 
আর পত্রিকার পাতায়।
কে মরলো আর কে বাঁচলো সর্বস্বান্ত মানুষের:
কেউ তার কোন খোঁজ রাখেনা
পরিশ্রমের নোনা ঘাম ঝাঁঝরা করে ফেলে তার হৃদয়,  
দিনান্তে উঠে আসে বড় লোকমা মুখের ভেতর
হায়! যদি তারা জানতো একটি ডিম্বকের শস্য হয়ে ওঠার গল্প; 
কে কোন ক্ষমতার বলি হলো
কার ভালবাসা কে ছিনিয়ে নিলো
তাই নিয়ে রাজায় রাজায় যুদ্ধ হলো;
কত মানুষ মরলো,কত হৃদয় ভাঙলো
এসব তাদের ছোঁয় না কখনো,
তারা দেখে খালি পেট, জলন্ত উনুন 
আর টগবগ করে ফুটতে থাকা ভাতের মাড়।
বিবেক তাঁর পরিপূর্ণ নিমজ্জিত বাতাসে দোলায়িত পাকা ধানের সুবর্ণ তরঙ্গে,
সমাজপতির লালচ তাকে ভীত করে
সে বোঝে না বা তাকে বুঝতে দেওয়া হয়না
তার সযত্নে লালিত আমানত
ইঁদুরে কেটে ফেলে যায় পর্দার অন্তরালে;
একটি সমন্বিত কণ্ঠে তার কথা আছে
সে বিমূঢ় ,বোঝে না উচ্চকণ্ঠের তীব্র নিনাদ
তাকে দু’বেলা মোটা চালের খোঁজে ছুঁটিয়ে নেওয়া হয়:
সমস্ত জমি গিলে খায় খরার ফাঁটল,
তাইতো কোন আড়ালে বেড়ে উঠে
পঁচা খাদক আর আগাছার বাড়ন্ত শরীরে মেদ।
ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে বেড়ায় 
তীক্ষ্ম চোখে শকুনের দল
ঠুকরে ঠুকরে খায় নীতি আর আদর্শের মগজ।
দু’দল তখন মঞ্চে নির্লজ্জ কথোপকথনে লিপ্ত
সঞ্চালকের হাত থেকে কেড়ে নেয় মাইক্রোফোন,
কে কতোটা পেল তাই নিয়ে সীমাহীন নোংরামি-
ক্ষমতা তখন দু’লোকমা ছিটিয়ে দিয়ে উর্ধ্বাকাশে বসে হাসে;
সবকিছুই তার নিয়ন্ত্রণে
মুষ্টিমেয় সুবিধাভোগী ঘাড় উঁচিয়ে পা চাটে।
সমবেত জনতা ছত্রভঙ্গ হয়ে বেরিয়ে পড়ে নিজ আহারে;
রক্তের দাগ উড়ে যায় কর্পূরের মতো,
আসে নতুন সকাল-
স্বপ্নের মত বিস্মৃত হয়ে সব ভুলে আবার ভালোবাসে;
সংস্কৃতির চর্চা করে, ভ্রমণে বের হয় কেউ কেউ,
বিচার ফিরে এসে বসে এজলাসে 
কিছু পুনঃকথা বলে যায় নিয়ম মেনে;
পোষা পাখিটি একসময় ভুলে যায় একটা বিশাল আকাশের কথা
সবকিছু স্বাভাবিক হয় আবার পুনরাবৃত্তির অপেক্ষায়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top