অনন্ত তৃষ্ণা : রঞ্জনা রায়
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৯
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৮:৩৩
গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ পাপড়ি
মিলেমিশে আবির হয়ে ওঠে
পিনাকেশ তোমার রুদ্র আকর্ষণে।
শত গ্রন্থিতে তোমায় জড়াতে চায়
গঙ্গার গহীন হৃদয় উচ্ছ্বাস।
পলাশের সুরে তোমার রুদ্রবীনায়
বেজেছে প্রেমের অন্তহীন সংরাগ
বসন্তের ঋতুচেতনায় মহাপ্রলয়।
চান্দ্র উত্তাপে সংগম মোহনায়
রাতের পবিত্র স্তব্ধতা সমাহিত।
শুকনো পাতার মত আবরণ জীর্ণতা
শুদ্ধতম আদিমতার নতুন কথা
এসো পিনাকেশ বসন্তের উৎসবে
হৃদয় – নন্দনে মহুয়া মত্ততা
অপর্ণা উমা অনন্ত প্রেমের তৃষ্ণায়
একীভূত আজ নীলকণ্ঠের নিলীমায়।
রঞ্জনা রায়
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: রঞ্জনা রায়
আপনার মূল্যবান মতামত দিন: