নক্ষত্রের মৃত্যু : প্রণব মজুমদার
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:৫৪
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:২৮

নক্ষত্রের তারাগুলো খসে যায় একে একে
মৃত্যুর কাছে আলোকিত জীবনের সমার্পন
ঘরবন্দি নিরব জীবগুলোর শুধুই হাহাকার
জীবনের ভয়ে কাছে ভীড়ে না এখন আর
বদলে গেছে প্রকৃতির রূপ ঘরেও নেই সুখ
বিশ্ব মোড়ল হবার জন্য চলে প্রতিযোগিতা
জীবন হননের জন্য তৈরি হয়েছে মারণাস্ত্র
পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ানক ঘাতক
মানবতা লুন্ঠিত হয় ধনকুবদের ইচ্ছার কাছে
মানবশূন্য বিশ্ব রূপ নিচ্ছে কী নোংরা খেলায়
বিরান হয়ে যায় বাংলারও জল মাটি ও মানুষ
তারা বিয়োগে ফুরিয়ে এলো কী ভবের সময়?
বিষয়: প্রণব মজুমদার
আপনার মূল্যবান মতামত দিন: