সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


এসো শান্তির পথে : এনামুল হক টগর


প্রকাশিত:
৪ মে ২০২১ ২১:২৪

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১৭:৩৫

 

এসো মুমিন,এসো দেশপ্রেমিক,এসো দাশনিক এসো হে বন্ধু বিশ্বাসী।
এসো আমরা সবাই শান্তির বাণী পৌঁছে দেই কল্যাণে প্রত্যাশী।
এসো প্রতিবেশীর সাথে মহৎ ভালোবাসা ও বন্ধুত্ব গড়ে তুলি সেবায় অশেষ।
এসো নিজে খাওয়ার আগে চল্লিশ বাড়ি দেখে জীবনের ক্ষুধামুক্ত করি বিশেষ।
এসো অনাহারী আর দরিদ্রের চিকিৎসার ব্যবস্থা করি জীবন স্বনির্ভর।
এসো নিজ পরিবার,স্বজন ও প্রতিবেশীদের জীবন উন্নয়ন করি সুদূর।
এসো সাম্যনীতিতে প্রেম ভালোবাসা ও সম্পাদ বন্টন করি সংস্কার।
এসো আল্লাহ ও নবীর দ্বীনের মানবতায় সংখ্যালঘুদের,
সাথে আচারণ করি ন্যায়পরায়ণ অধিকার,
সমান নিরাপত্তার ব্যবস্থা করি মহাসাম্যই হোক বিশ্ব-সংসার।
লুটপাট চুরি ডাকাতি সন্ত্রাস ব্যভিচার সুদ ও মাদক অপরাধতো ঘৃণিত,
মহাপাপ তা ঘরে ঘরে জানিয়ে দাও ধর্মের সত্য নীতি!
বেহেস্তের লোভ আর জাহান্নামের ভয়ের চেয়ে অধিক উত্তমতো,
আল্লাহর সান্নিধ্য লাভ,জীবন শান্তি ও প্রশান্তিতে সন্তোষচিত্ত।
এসো ত্যাগের বিনিময়ে মহাশান্তি ও সভ্যতাকে জাগিয়ে তুলি,
এসো আর্দশ ও মানবতার দিকে দিকে দীপ্তিময় করি নতুন আলো।
দূর করি শ্রেণিতে শ্রেণিতে বিদ্বেষ রক্তপাত আহত বিক্ষত ভেদাভেদ,
এসো অধর্মের কুসংস্কার ও ফেঁতনার বৈষম্য জ্বালিয়ে পুড়িয়ে দেই সর্বদা। 
এসো বিশ্ব-মানবতার মহৎ সেবায় দীপ্ত করি দেশ সমাজ ও পৃথিবী।
এসো বর্ণহীন ভাতৃত্বের বিনয় বন্ধন আর বন্ধুত্ব গড়ে তুলি প্রেমময় সজিব।
অন্যের খাদ্য বস্ত্র ঔষধ আত্মসাৎ না করে সবাই পরষ্পর হই বন্ধু।
আর পরষ্পরকে ভালোবেসে সম্পদের সু-ষমবন্টন করি সুন্দর ঐক্য সন্ধি।
এমন মহৎ কর্ম ও কল্যাণ থেকেই মানুষ ফিরে পাবে জীবন অধিকার।
গরীবের রক্ত নিংড়ানো কর্ম ও ঘামঝরা শ্রম চুরি করে তোমরা,
কেউই অভিশপ্ত প্রাসাদ নির্মাণ করো না আমিত্ব অহংকারে!
বিশ্রী নেশা খেয়ে আর যৌবন নগ্ন করে সন্ত্রাস করো না সমাজ ব্যথিত জর্জর।
পরষ্পর বিনয় ও মহৎ ভালোবাসার মধ্যেই ঈমান বিশ্বাস সালাত ও ধ্যান বিভোর!
নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে কঠিন সংগ্রাম ও যুদ্ধ করো তপস্যায় তপস্যায় দৃঢ়।
নফসের সাথে মিশে থাকা মায়াবী খান্নাসকে পরাজিত করো জীবন সুদৃঢ়।
কুপ্রবৃত্তিকে পরাজিত করতে পারলেই তুমি হবে সফল মানুষ ও দেশপ্রেমিক!
হিংস্রা ক্রোধ লোভ লালসা কামনা বাসনা সবই তোমার দাসত্ব করবে অবাক।
ন্যায়পরাণ ইমাম শায়েখ ওলি ও নৈকটাপ্রাপ্তদের হাতের উপরইতো,
মহান রবের হাত মহা-পুরস্কার সম্মান শিক্ষা শান্তি প্রগতি।
মুমিন ও দেশপ্রেমিকরাই দিতে পারে প্রেম দেশ সমাজ ও পৃথিবীর,
দিকে দিকে মহৎ সেবা কল্যাণ ও মানবতার সংস্কার।
তাঁরা আরো দিতে পারে মহাশান্তির মহাপ্রেম ও ভালোবাসার মহাজীবন।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top