লিখন ও আমার জন্মমাসের পদাবলী : সাইফুর রহমান কায়েস


প্রকাশিত:
৩০ জুন ২০২১ ২০:৪৮

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৮:০৪

 

তোমার যখন চল্লিশ
আমার তখন আটচল্লিশ 
বয়সের ভারে হারিয়ে যায় 
গোপণ প্রণয়
যতোই যাচ্ছে বর্ষা আর বসন্ত
দেখছি ততোই মূল্যবোধের অবক্ষয় 
এই গাঙ্গেয় বদ্বীপে দুই বন্ধু হলাম এক
পবিত্র জন্মভূমির মাটি ছুয়ে নিলাম শপথ
জাগিয়ে তুলবো জাতির বিবেক
আমরা উভয়েই জানি
গোলাপের জমি নয় পিচঢালা পথ
আমরা জন্মেছিলাম কদমফোটা আষাঢ় মাসে
সত্যের পথে আস্থা আমাদের অবিচল 
হই নি কভু ভগ্ন মনোরথ 
এসো আজ দুজনে করি পালন ধুরালব্রত
সত্যের পথে মিথ্যের মর্মমূল বিনাশে
ছড়িয়ে দিই এসো নিজেদের আসমুদ্রহিমাচল।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top