প্রকৃতির প্রতিশোধ, ক্ষমতার বোর্ড : আবু আফজাল সালেহ
প্রকাশিত:
১৭ জুলাই ২০২১ ২১:৫৪
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:১২
চারিদিকে শুধু নিস্তব্ধতা আচমকা ভয়
কখন যে কাকে গ্রাসই করবে-
এক এক করে ছিটকে পড়ছে জানা-চেনা সব
জানা-পরিচিত তালিকায় ক্রমশ হচ্ছে পরিবর্তন কাটাকুটি কাটা
রক্ত শীতল হয়ে হয়ে আসে।
চারিদিকে বাজে বিপদজনক শব্দেরা সব
সাইরেন বাজে, অ্যাম্বুলেন্স যায় আসে যায়
ধক করে ওঠে অসময়ে বাজা মসজিদের মাইকে ফুৎকার, মৃতবার্তারা।
বিশ্বব্যাপী এ মহামারির কী তান্ডবলীলা
নাকি প্রকৃতির প্রতিশোধ হবে--
নাকি ক্ষমতার প্রতিযোগিতায় ইচ্ছাকৃত তৈরি?
মানুষ-মানুষ খেলার বোর্ড প্রকৃতি মানবে?
মানার কথা না, কোনো কিছুরই অজানা থাকে না--
দিন যত যায় প্রশ্ন-উত্তর উঁকি দেয় শুধু।
বিষয়: আবু আফজাল সালেহ
আপনার মূল্যবান মতামত দিন: