কালান্তরের দৃশ্যপট : মোহাম্মদ ইলইয়াছ
প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৭:৪৫
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:২৩

দ্বিধা এবং দ্বন্দ্বের প্রজাপতি-
ভাঙা ডানায় উড়তে চায় নীলে
একজন পান্থ পথিক দূরত্ব মাপে
কচ্ছপ গতিতে।
ভয় এবং বিপদের একটি হনুমান
ভাঙা পায়ে সায়রে সাঁতার কাটে
লঙ্কার আকাশে ওড়াবে পতাকা
প্রতিকূল স্রোতে।
হিমের ঝড় এবং প্রচণ্ড তুষারে-
একজন অভিযাত্রী বরফ কাটে একা
স্বপ্ন তার এভারেস্ট-উঁচু শৃঙ্গ
স্থির অটলে।
ব্যর্থ এবং অসফল একজন মানুষের
মাথায় বেদনার একটি পাহাড়
প্রতিক্ষণ নিঃশ্বাসে চেপে বসে
পত্তন ঘটায়।
কালান্তরে এই দৃশ্যপট
কখনো অদৃশ্য হবে না।
বিষয়: মোহাম্মদ ইলইয়াছ
আপনার মূল্যবান মতামত দিন: