ভালোবাসি... বলার দরকার হয় না : রীনা তালুকদার
প্রকাশিত:
৩ নভেম্বর ২০২১ ০১:০৯
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৪

অলক্ষ্যে সে বিচরণ করে সর্বত্র
প্রাত্যহিক জীবনে আবশ্যকীয় থাকা
গোধুলীর ও প্রান্তে অন্ধকার স্পষ্ট হয়ে ওঠে
শুভ্র ভোর সুমধুর সুর ধ্বনিতে -
ঘুম ভাঙার আহবান কোলাহল দিনের দিকে
রাশি রাশি আলোতে জীবন ভরে তোলে
ছোট ছোট অসংখ্য ঘটনাবহুল জীবন স্মৃতি
একটা মৌমাছি উড়ে উড়ে গুনগুনিয়ে গেল
বহু পুরাতন সুর ছড়িয়ে
নিত্য নতুন সরিষার বীজ বোনা মাঠ
হলদে শাড়ীতে রাঙানো বিকেল
মনভোলা মন কেবলই ফিরছে -
অচেনা এক ছায়াছবিতে
কত কথার মিছিলে জড়িয়ে থাকি সারাবেলা
যে কথা বলব বলে মন বিহবল
হয় না বলা কোনদিন আর ...
নৈমিত্তিক সুরে মিলিয়ে যায় বুকের আনচান
সব কিছুতে জড়িয়ে থাকে যে
তাকে বলার দরকার হয় না
ভালোবাসি ...।
রীনা তালুকদার
কবি ও সংগঠক
বিষয়: রীনা তালুকদার
আপনার মূল্যবান মতামত দিন: