সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


বিভক্তি চিহ্ন : সুরাইয়া চৌধুরী 


প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২২ ০২:৩০

আপডেট:
১২ মে ২০২৪ ০২:৫৯

ছবিঃ : সুরাইয়া চৌধুরী

 

প্রবল বৃষ্টি দাও
হাপুস হাপুস জলে ভিজি,
চৈত্র বৈশাখ নাচুক ভৈরবী রাগে
মহাকাল কষ্টকর গুণ টেনে যাক,
ধূমল বৃষ্টিতে থাকুক
আতর লোবান মাখা ধূপের সুবাস।

ঝুপড়ি গাছের বনে
শঙ্কাতুর ডালপালা পাখিরা কাঁদে।
তবু্ও ভিজুক কিছু পাতার বাসা
বিজলি চাবুক উঠুক ঝলসে আবার
ছিন্ন হোক অশুভ বিভক্তির খেলা।

ফুল পাতা, বৃক্ষ লতা নদী বনানী
সাগর পাহাড় সব জাগোতো দেখি
শেখাও নতুন করে বর্ণমালা পাঠ
প্রাক প্রাথমিক রীতি পঙক্তিমালা সব।
মঙ্গল প্রদীপ জ্বালা উলুধ্বনি শাঁখ
সুমধুর সন্ধ্যা আযান মিলেমিশে যাক।
বিভক্তি চিহ্ন তো ছিলনা হেথায়
বিভাজন মাঠও ছিলনা খেলায়।
আবার আসুক ফিরে তামা কাঁসা দিন
দাদা ভাই, দিদি বোন মিলে হই লীন।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top