অসহায় বোধ : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২ ০৩:০৫

আপডেট:
১ আগস্ট ২০২৫ ২৩:৫৫

 

আমি উজ্জ্বল সূর্যাস্ত দেখছি
সৈকতের বালিতে ছোটাছুটি করছে কিছু প্রাণ
ফিরোজা রঙের উঠোনে
ভাঙা ভাঙা ঢেউ, পরস্পরের বিরুদ্ধে ভালোবাসায় লিপ্ত
বলাকার দল, বিচ্ছিন্ন কয়েকটি চিল
ভালোবাসাময় নোনতা বাতাস, নীল আকাশের মেঘ ও ঘুড়ি
দু-একটি প্রজাপতিও উড়ছে, বর্ণিল
শুধু মিষ্টি সংগীত শুনি।

যতক্ষণ না তুমি সব নষ্ট করে দাও, ততক্ষণ সবকিছুই ভালো চলছিল
তুমি অপমান করতে চিৎকার করছিলে
আমি কিছু বুঝতে পারিনি
আমি কেবল একটি শিশু ছিলাম বোধহয়
নিজেকে ভীত এবং পরাজিত বলে মনে হয়েছিল।

জানতাম, আমি যা করতে পারি তা হল, কেবল শুনতে পাওয়া
এবং অসহায় বোধ করা।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top