সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


তবুও : শাহীন রেজা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২২ ০১:৫৮

আপডেট:
১২ মে ২০২৪ ১৭:৪৩

 ছবিঃ শাহীন রেজা

 

তবুও বলি, বুকটা আকাশ কর-
মেঘচিল উড়ুক আদিগন্ত তাঁরকাটাহীন;
একটা ঝড়ের কোনে আটকে থাকা সজারুটা
নির্জন আলপথ ধরে বাড়ি ফিরুক
লিপস্টিক রোদের সাথে,
আর তুই সূর্যের ঘড়ি হয়ে প্রদক্ষিণ করতে থাক ডিমগোল আলোর ভূগোল।

তবুও বলি, আমাকে প্রদীপ ভেবে নিভাস না সলতে চাঁদের; অন্ধকারে পুড়ে মরবি
বোকা আলোর হাঁস।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top