সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


নন্দিনী : বিচিত্র কুমার


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ০১:২০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৩ ১৮:৪৫

 

কে তুমি নন্দিনী? মিঠা মিঠা হাসিতে,
ফুল তোলো প্রভাতে;
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
একঝলক হাসিতে।

তাকিয়ে তাকিয়ে রঙমাখো,
তোমার সোনার নূপুরে;
আমি ছুটে এসে,পাইনা খুঁজে তোমাকে;
ভরপুর দুপুরে।

অতঃপর আমি --
ফুলের দেশে চিঠি লিখি ফুল কুমারীকে পেতে;
সে উত্তর দেয় কোন এক পুজোর দশমীতে;
তার দেহ মন অঞ্জলি দিয়েছে
সেইবারই পুজোর ষষ্ঠীতে।

 

বিচিত্র কুমার
বগুড়া, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top