সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


এলোমেলো : ড. নজরুল ইসলাম খান


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ০১:৩৩

আপডেট:
১৩ মে ২০২৪ ১০:১৭

 ছবিঃ ড. নজরুল ইসলাম খান


কেউ আমাকে কবিতা লিখতে বলে-আমি গদ্য লিখে কাগজের পাতা ভর্তি করি
কেউ আমাকে উপন্যাস লিখতে অনুরোধে করে-আমি গল্প লিখে যাই মনের সুখে।
কেউ যখন থ্রিলার লিখতে বলে-আমি কাব্য লিখে বসি আনমনে।
কেউ বুঝতে চায় না কারো অনুরোধে মাথা থেকে লেখা বেরুয় না
যখন বেরুয় তখন কিন্তু আমি গদ্য পদ্য গল্প উপন্যাস সব লিখি।

আমার একজন তুমি আছে।

আজকাল আমাকে কবিতা লেখার বেশ তাগাদা দেয়। কেন? জানতে চেয়েছি।
আমি নাকি তার সব মনের কথা লিখি।
আসলে কি আমি আমার 'তুমি'র মনের কথা লিখি না কি সবার 'তুমি'র মনের কথা লিখি?
কেউ কেউ আমার কবিতার বেজায় প্রশংসা করে। বদনামও কম করে না!
আমার নিজের কাছে দ্বিধা হয় এরা কি সত্যি সত্যি আমার কবিতা পড়ে?
আমি কবিতা লিখি-
আমার জন্য কখনও অন্যের জন্য।
আমার আহত কলম আর ভাঙা মন যখন যা লিখতে বলে আমি শুধু তাই শব্দমুখর করি-
কোথায় কবিতার ছন্দ কোথায় শব্দালংকার সব ভুলে যাই।
আমার শুধু মনে থাকে আমার ভাঙা মনটার কথা। আমার আনাড়ি মনটাকে খুশি করার জন্যেই বেশি লিখি। মাঝে মাঝে যে তুমির জন্য কিছু লিখি না তাও হলফ করে বলতে পারব না।
কারণ মন যখন ঘুমাতে যায় তখন এলোমেলো কথামালা তুমির জন্য রচনা করি।
তা যদি কবিতা হয়-ভালো, নয়তো তুমির জন্য কিছু একটা লেখা তো হলো!
এই ভালো, যা কিছু লিখি এলোমেলো।


প্রফেসর ড. নজরুল ইসলাম খান
অধ্যক্ষ, কথাসাহিত্যিক ও কবি



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top