করোনা কালের কাব্য : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১৮ মে ২০২৩ ২২:৫৯
আপডেট:
২ নভেম্বর ২০২৫ ১৫:৪৮
যদি ফিরে পাই অন্য এক জীবন
যদি চোখ মেলে দেখি নতুন এক ভোর
আবার যদি যাই বন্ধ দুয়ারের ওপাশে
এক মুঠো নিঃশ্বাস নেই বুক ভরে।
ভুলগুলো শুধরে নিতে
অবনত শিরে ক্ষমা চাইতে
ঔদ্ধত্ত দাপট ঝেড়ে ফেলতে
মিথ্যের সবগুলো দেয়াল ভেঙ্গে ফেলতে
জীবন যদি আবার দেয় সুযোগ
ফিরিয়ে দেয় আর একবার।
এবার তবে মানুষ হবো
প্রেমের অনলে শুদ্ধ হবো।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া

আপনার মূল্যবান মতামত দিন: