সিডনী বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


দেখেও দেখিনা : শাহান আরা জাকির 


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৪ ১২:১৪

আপডেট:
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫

 শাহান আরা জাকির 


দেখেও দেখিনা অনেক কিছু 
না দেখার করি ভান
অথচ দুচোখ খোলাই থাকে 
থাকে অশ্রুবান
থিতু হয়ে বসে থাকি 
চুপচাপ একাকি আঙিনায় 
ঝরা ফুলের কান্না শুনি
বিষাদে মন লুটায় —-

দেখেছি অনেক অরাজকতা 
দুর্নীতি দিয়ে ঠাসা 
রক্ত দিয়ে স্বাধীনতা এনে 
প্রতিবাদের নেই ভাষা
থিতু হয়ে তাই বুকে চেপে বসে 
রক্তিম আলো আশা—-

ইচ্ছে করে তছনছ করি 
লোভি শকুনের বাসা
যুগে যুগে এরা জন্ম নেয় 
দারুণ সর্বনাশা
শোক দেখে দেখে বোবা হয়ে গেছি
চারপাশে লুটপাট 
কেউ নাচিছে বগলদাবিয়ে 
বসেছে জুয়ার হাট——

এখনো মরেনি রাজাকার দেশে
প্রতিদিন জন্ম হয় 
মুক্তিসেনারা রক্ত দিয়ে 
ইতিহাস হয়ে রয়
কুলাঙ্গার যে চিরকালই সে
ধ্বংস করে দেশ
লাভ নেই কোন নষ্টের দল 
তোদের দৌড় শেষ——

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top