সিডনী বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


মনে করা বারণ : কাশফী


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪ ১৩:০৯

আপডেট:
২৩ অক্টোবর ২০২৪ ১৩:১৮

 

মনে করা বারণ, তবু মনে পড়ে,
চোখের কোণে স্বপ্নের মতো জমে।
যতই বলি ভুলতে হবে, আজ নয় কাল,
তোমার স্মৃতি যেন নদীর চলা জ্বাল!

হৃদয়ের গভীরে বাজে এক সুর,
শুনতে চাই না, তবু শোনাই বহুদূর।
পথে পথে তোমার ছায়া পড়ে,
মনে করা বারণ, তবু মনে পড়ে।

দিনের শেষে চাঁদের আলো ম্লান,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ।
চেষ্টা করি থামাতে ভাবনার ঢেউ,
তবু সে আসে, মনের আকাশে পাখা মেলে ঔ

ভুলে থাকতে চাই, তবু কেন যে,
তোমার স্মৃতি ফিরে আসে অজান্তেই।
মনে করা বারণ, তবু মনে পড়ে,
শূন্যতায় ভরে থাকে সময়ের ঘরে।


কাশফী, সিডনি, অস্ট্রেলিয়া


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top