সিডনী বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


রোজকার মওত : জয়ন্ত দত্ত


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪ ১৩:১৭

আপডেট:
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৬


কেউ না কেউ মরে প্রতিদিন
দাউ দাউ করে জ্বলতে জ্বলতে কিংবা রাস্তায় মাথা কুটে
সেই মৃত মানুষটি আবার উঠে দাঁড়ায়
মাথা নীচু করে বাড়ি ফেরে
খুব স্বাভাবিক ঘটনা যেন।

সেদিন হঠাৎ লুকিয়ে লুকিয়ে আমার মরা দেখলাম
দেখলাম থ্যতলানো শরীর পড়ে রয়েছে রাস্তায়
অনেক লোক সেখানে জমা হয়েছে
নিজেদের মধ্যে কথা বলছে
কারও মুখে ভয়,কারও বা ঘৃণা।

এ যেন একধরনের খেলা
সকলেরই কোন না কোন দিন এমন হয়ে থাকে।
একটা লুকোচুরি খেলার মতন সকলেই নিজের মৃত্যু দেখে
শব দেখে
আমার মতই লুকিয়ে দেখে।

তারপর ভাঙাচোরা হাত,পা ও থ্যতলানো মুখ নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়
অবশেষে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়...


জয়ন্ত দত্ত

দুর্গাপুর, বর্ধমান পশ্চিম


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top