সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


অপরিচিতের রূপ : শামীমা নাসরিন


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০১৯ ০২:১৪

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:৩৭

 

জানতাম ফিরে তুমি আসবে
কতদিন তোমার প্রতীক্ষায় প্রহর গুনেছি
না বলা কথার মালা গেঁথেছি নীরবে
দুজনের ভাললাগা গান শুনেছি।

মুখবইয়ে আতিপাঁতি খুঁজেছি তোমায়
খুঁজেছি আকাশের বিশালতায়
খুঁজেছি নীল সমুদ্রে
খুঁজেছি সবুজের গহীনে।

হৃদয়ের তোলপাড় করা ঢেউ
কখনো বুঝেনি কেউ,
অন্তরে বয়ে চলে ঝড় অহর্নিশে
চেয়ে দেখি পাশে,
দাঁড়িয়ে আছ তুমি অপরিচিত রূপে
সখি সনে আমারি সম্মুখে।

ভেবেছ বুঝি চিনবো না তোমায়
অপরিচিতের রূপে?
ভালবাসি, চিনে নিতে পারি তাই
তোমায় শতবার শতরূপে।

ভালবেসে তোমায় আটকাতে পারি
শতযুগে শতবার
ভালবেসে তোমায় তোমারি সুখে
ছাড়তে ও পারি হে সখা বারংবার।

তোমার সুখে না হই যদি সুখী
তবে কিসের ভালবাসা সখা ?
তোমায় ভালবেসে হলাম না হয় দূখী 
নাইবা হোল তোমার আমার দেখা।

একটা সত্যি কথা বলবে?
কোথায় কেন হারিয়েছিলে তুমি?

 

শামীমা নাসরিন
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top