৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪০
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৮:০৯

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে mv ELPIDA GR জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানিকৃত ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে mv ELPIDA GR জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: