আব্দুল্লাহ আল মাহমুদ
স্বপ্নলোকে
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬ ১৮:১১
আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ২১:২১
ঘুম থেকে জেগে
কোন এক শীত সকালে
ধবধবে কুয়াশা সাগরে দিব ডুব।
অথবা শ্রাবণ দিনে
গুড়গুড় শব্দের ঝুম বর্ষায়
আসমানে দু'চোখ মেলে
বিস্তীর্ণ নদীর বুকে
উল্টো সাঁতারে কাঁটাব দুপুর।
এখনো স্বপ্ন দেখি
কোন এক পড়ন্ত বিকেলে
দিগন্ত জোড়া রংধনু দেখে
শূন্যে দু'হাত তুলে বুক ভরে নেব সুখ।
কোথায় সে দেশ!
সেই দেশে যাব
যেখানে কেউ কোনদিন
শোনাবে না কোন অশ্ব ডিম্ব গল্প।
যেতে চাই সেই দেশে
যেখানে স্বপ্নরা ঘুমায় শান্তিতে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: