সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও সহযোগী-সংগঠনগুলো
 প্রকাশিত: 
 ১২ মে ২০২০ ২২:১১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৫০
                                
প্রভাত ফেরী: করোনাভাইরাসে স্থবির হয়ে গেছে পুরো বিশ্ব। বিভিন্ন দেশে এখনো চলছে লাকডাইন। আর এ পরিস্থিতিতে সিডনিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য সাময়িক সংকটগ্রস্থদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও সহযোগী-অঙ্গসংগঠনের উদ্যোগে গত রবিবার (১০ মে) সহযোগিতা প্রদান করা হয়েছে। সহযোগিতার অংশ হিসেবে তাদেরকে গ্রোসারি সামগ্রী বিতরণ করেন সংগঠনসমূহের উপস্থিত নেতৃবৃন্দ ।
প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রী যারা অস্ট্রেলিয়ায় 'সামাজিক নিরাপত্তা ভাতা' পান না তারাসহ সকল ছাত্র-ছাত্রীকে এই সহযোগিতার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া'র সভাপতি মো. সিরাজুল হক বলেন, অস্ট্রেলিয়ায় যে সকল প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রী রয়েছে ও অন্যরা যারা কষ্টে আছেন তাদেরকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা তাদের সাথে সহমর্মিতা ও ভালোবাসার বিনিময় করেছি মাত্র |
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, সিডনির সভাপতি গাউসুল আলম শাহাজাদা বলেন, বর্তমানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনার ভয়াল থাবায় আক্রান্ত। এত পুরো বিশ্ব অর্থনৈতিকভাবে হুমকীর মুখে আছে। ইতিমমধ্যে বহু মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছে। মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানোই আমাদের আজকের প্রয়াস।
বঙ্গবন্ধু পরিষদ সিডনি-অস্ট্রেলিয়া'র সভাপতি ড. মাসুদুল হক বলেন, বৈশ্বিক মহামারিতে আজকে সারাবিশ্ব আক্রান্ত। এ অবস্থায় অস্ট্রেলিয়ার প্রবাসীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। বিশেষ করে অস্ট্রেলিয়ায় আগত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরাই বেশি উপকৃত হবে বলে মনে করি। ভবিষ্যতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
গ্রোসারি বিতরণ সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, সিডনির সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ বলেন, বাংলাদেশি শিক্ষর্থীরা নিজস্ব অবস্থানে মানিয়ে নিচ্ছেন । যে সকল প্রবাসী বাংলাদেশিদের চাকরি নেই, বিশেষ করে যারা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সাহায্যের প্রচেষ্টা। শুধু তাই নয় সিডনিতে অবস্থানরত অন্যান্য দেশের মানুষের জন্যও আমরা সহযোগিতা করেছি। এ ছাড়া আমি ব্যক্তিগতভাবেও আমার জন্মস্থান চাঁদপুর ও ঢাকাতে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। সত্যিকার অর্থেই মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি।
বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া'র সভাপতি আমিনুল ইসলাম রুবেল বলেন, বৈশ্বিক করোনা দূর্যোগের কারণে যারা সাময়িক সমস্যার মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের আজকের সহযোগিতার মূল উদ্দেশ্য।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী ঘরানার নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া'র সভাপতি ড. রতন কুণ্ডুসহ অনেকে। এ সহযোগিতামূলক উদ্যোগে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, বঙ্গবন্ধু পরিষদ সিডনি-অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া।
সর্বপরি, উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই করোনা মোকাবিলা করে প্রবাসীরা স্বাভাবিক জীবনে ফিরবে আসবে, সবার জীবনে আলো আসবেই।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: