সিডনিতে বাঙালী অধ্যুষিত এলাকায় ‘ফুড শেয়ারিং’ এর প্রত্যহ খাবার বিতরণ


প্রকাশিত:
১২ মে ২০২০ ২২:১৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২২:২৬

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: সিডনিতে কর্মহীন বা ছাত্র/ছাত্রীদের মাঝে করোনা পরিস্থিতিতে খাদ্য বিতরণ করেছেন ‘ফুড শেয়ারিং’ নামে সামাজিক সংগঠনটি। সিডনির বাঙালী অধ্যুষিত এলাকা লাকেম্বায় নার্গিস রেস্টুরেন্টে আব্দুল্লাহ আল নোমান শামীমের তত্ত্বাবধায়নে নিরলসভাবে এই কর্মসূচী পরিচালিত হচ্ছে।

জানা যায়, গত ৫ই এপ্রিল থেকে ফুড শেয়ারিং এ কার্যক্রম শুরু হয়েছে। যা গত ২৬ দিন ধরে চলছে এবং আগামী দেড় মাস চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মসূচীর অংশ হিসেবে প্রত্যহ দুপুরের ও রাতের জন্য প্রতিদিন প্রায় ১৫০টি বক্স বিতরন করা হচ্ছে। বিপদগ্রস্থদের সহযোগীতা চালিয়ে যাওয়ার জন্য কমিউনিটি থেকে নিত্য প্রয়োজনীয় গ্রোসারীজসহ অর্থ সহায়তা পেয়েছেন সংগঠনটি।

‘ফুড শেয়ারিং’ নামে দুপুর ও রাতের খাওয়ার ব্যবস্থা করেন দলমত নির্বিশেষে একটি বড় টিম, যার অন্যান্যরা হচ্ছেন, প্রখ্যাত সেফ চমন রহমান, ক্যারিওগ্রাফার সালমিন সুলতানা, নাহিয়ান আজমল, ডাঃ লাভলী রহমান, এড নির্মল্য তালুকদার, প্রফেসর ডাঃ আবুল হাসনাত মিল্টন, আলী আশরাফ হিমেল, মহিউদ্দিন কাদের, মোহাম্মাদ কবির, শাহ নেওয়াজ আলো, সেফ গৌতম সাহা, কাজী আরমান, অপু সারোয়ার, আরিফুর রহমান, আমিনুল ইসলাম রুবেল, শাকিল মল্লিকসহ অনেকে।

 


বিষয়: সিডনি


আপনার মূল্যবান মতামত দিন:


Top