অস্ট্রেলিয়ায় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের এজিএম ২০২০ সম্পন্ন
 প্রকাশিত: 
 ৩ আগস্ট ২০২০ ২৩:৩৯
 আপডেট:
 ৪ আগস্ট ২০২০ ২৩:৫২
                                
প্রভাতফেরীঃ অস্ট্রেলিয়ায় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা ২৫শে জুলাই ২০২০ এ প্রথমবারের মতো অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে তাদের এজিএম 2020 সাফল্যের সাথে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্তের সদস্যরা এতে অংশ নিয়েছেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী সংযোগ এবং ভবিষ্যতের বিকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আগামী দুই বছরের জন্য আগ্রহের প্রক্রিয়া প্রকাশের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। ৮৮ ব্যাচ থেকে নিয়াজ শেখ (পিএইচডি) দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ২০০১ ব্যাচ থেকে মোঃ আবুল হোসেন (শাবু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তাছাড়া মেলবোর্নের ইফতাখার হোসেন (রিয়াজ) ভিপি -১, ব্রিসবেন থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএইচডি) ভিপি -২, পার্থ থেকে প্রবীর সরকার (পিএইচডি) ভিপি -৩, এএনএম ফয়সাল কোষাধ্যক্ষ, আহমদ ফাহাদ তৈয়ব (শেরীফ) সাংগঠনিক সম্পাদক, হাসান আরমান পেশা সম্পাদক, এএসএম কায়েস (পিএইচডি) উচ্চশিক্ষা সম্পাদক, আজিম আহমেদ ইভেন্ট সম্পাদক, মোহাম্মদ তৌহিদুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, তাহসিন করিম সাংস্কৃতিক সম্পাদক, মোঃ একরামুল হোসেন প্রকাশনা সম্পাদক এবং হিমেল বর্মণ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমস্ত প্রাক্তন ছাত্র নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জাম, জেসমিন কেয়া, আশোক রায় এবং গোলাম সামদানীর গতিশীল পদ্ধতির প্রশংসা করেছেন।
এজিএম রিপোর্ট, আপডেট হওয়া সংবিধান এবং আরও বিশদ জানতে দয়া করে আমাদের ওয়েবসাইট (www.cuetiansinaustralia.org) দেখুন।
মোঃ আবুল হোসেন
চুয়েটিয়ান্স ইন অস্ট্রেলিয়া 
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: