অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর ছেলের অকাল মৃত্যু
 প্রকাশিত: 
 ২৫ আগস্ট ২০২০ ২২:৫৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:১০
সিডনিতে বসবাসরত অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য আজ ভোরে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। জানা গেছে, অমর্ত্য আজ ভোর তিনটার দিকে ইয়াগুনার বাসায় হঠাৎ বমি করতে করতে হার্ট আ্যটাক করেন। এরপর আ্যম্বুলেন্স কল করলে প্যারামেডিক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি। অমর্ত্য ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতিতে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছিলেন। তিনি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ২১ বছর। তাকে সিডনির রকউড  সেমিট্রিতে দাফন করা হবে বলে জানা গেছে। অশ্রু সজল অমর্ত্যের মা বললেন, “বড় ছেলেটা সংসারের অনেক কিছুর দায়িত্ব নিতে শিখে গিয়েছিলো। হঠাৎ হারিয়ে গেলো। আপনারা আমার ছেলেটার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।”
তার এই মৃত্যুতে সিডনিতে বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
(ছবিটি আবু তারিকের সৌজন্যে পাওয়া)
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: