সিডনিতে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশী ছাত্র রিফাতের মৃত্যু
 প্রকাশিত: 
 ১০ নভেম্বর ২০২০ ০১:৫৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৪
প্রভাত ফেরী: সিডনির বেলমোরে ২০১৬ সালে এক সড়ক দূর্ঘটনায় আহত হন বাংলাদেশী ছাত্র রিফাত মোস্তফা। দূর্ঘটনার পর থেকে গত ৪ বছর চিকিৎসাধীন ছিলেন। পরিবারের আশা ছিলো রিফাত আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেই আশায় গুড়েবালি। পরবার ও আত্মীয়স্বজন সবাইকে কাঁদিয়ে গত ২ নভেন্বর সিডনির ব্লাকটাউন হসপিটালে মারা যান রিফাত।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বৎসর। ৬ নভেন্বর শুক্রবার জুম্মার নামাজের পর রুটিহিল মসজিদে মরহুম রিফাতের নামাজে জানাজা সম্পন্ন হয়। সিডনিতে বসবাসরত রিফাতের বড় ভাই রাশেদ মোস্তফা জানান, রিফাতের মৃতদেহ দেশে প্রেরনের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালে সিডনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ইউটিএস) ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্সে অধ্যায়ন করতে অষ্ট্রেলিয়া আসেন রিফাত। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী সিডনির বেলমোরের (বাংলাদেশী অধ্যুষিত ল্যাকেম্বার পার্শ্ববর্তী এলাকা) ক্যান্টারবারী রোডে স্থানীয় সময় দিবাগত রাত ৩:৪০ মিনিটের ঐ সড়ক দুর্ঘটনায় ছাত্র ফাহিম রহমান অনিক ও সাকলায়েন হাসান উৎস নামে দুই বাংলাদেশি নিহত হয়। ঐ সময় রিফাত মোস্তফা গুরুতর আহত হয়ে পর্যায়ক্রমে সেন্ট জর্জ হাসপিটাল, লিভারপুল হাসপিটাল এবং ব্লাকটাউনের গ্রুপ হোম কেয়ারে চিকিৎসাধীন ছিলো।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: