অস্ট্রেলিয়াতে বাংলাদেশী ছাত্রের রহস্যময় মৃত্যু
 প্রকাশিত: 
 ১৫ ডিসেম্বর ২০২০ ০০:৪৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:০৯
                                
প্রভাত ফেরী: সোমবার নিউ সাউথ ওয়েলসের সেঞ্চুরি পয়েন্ট এলাকার একটি লেকে ভাসমান অবস্থায় বাংলাদেশী বংশদূত তরুণ শাহাদ নোমানীর (২৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহাদ এই বছরই সিডনি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ের উপর ডিগ্রী শেষ করেছে।
ঘটনার সূত্রে জানা যায় যে, শাহাদ গত শুক্রবার পাঁচজন বন্ধু নিয়ে সেঞ্চুরি পয়েন্ট এ ছুটি উৎযাপন করতে গিয়েছিলো। গত শনিবার বিকেলে হাঁটতে বের হয়ে গিয়ে আর ফিরেনি এবং আনুমানিক রাত আটটায় পুলিশকে জানানো হয়। এরপরে নিহত শাহাদ নোমানীর বাবা মোহাম্মদ নোমানী গত কাল রাতে ফেইসবুকে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আজ সকালে সেঞ্চুরি পয়েন্টর নিকটে একটা লেকের মধ্যে থেকে পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে।
শাহাদের পারিবারিকভাবে জানা যায়, এ বছর সিডনি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ের উপর ডিগ্রী শেষ করে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলো । আগামী বছর মার্চে নতুন কাজে যোগ দেয়ার কথা ছিলো তার। শাহাদের জন্ম সিডনির হিলসডেলে। শাহাদের ছোট ভাই ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্র ।
শাহাদের এই অকাল মৃত্যুতে শাহাদের বাবা তার ফেইসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি তার ছেলের মৃত্যুর সংবাদ দিয়েছেন এবং মরদেহ পুলিশি তদন্ত শেষে হাতে পেলে জানাজার বিস্তারিত জানাবেন। তার অকাল মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া নেমে আসে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: